বগুড়ার শেরপুরে বিএনপির সাবেক এমপি গোলাম মো. সিরাজের ব্যক্তিগত সহকারী (এপিএস) ও সাবেক জেলা বিএনপির উপদেষ্টা, জানে আলম খোকার বড় ভাই বিএনপি নেতা মো. শাহ আলম ওরফে পান্না এবার যোগ দিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশে। তিনি শেরপুর পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ছিলেন এবং ৪১ বছর বিএনপির রাজনীতি করার পর কুসুম্বি ইউনিয়নের টানা ৫ বার ইউপি চেয়ারম্যানে জয়লাভ করেছেন। তাঁর সঙ্গে সাবেক এমপি জিএম সিরাজের পিএস, শেরপুর পৌর বিএনপির সহ-সভাপতি আবদুল আজিজ ও ইসলামী আন্দোলন বাংলাদেশে যোগ দিয়েছেন।
আনুষ্ঠানিকভাবে গতকাল রোববার রাত সাড়ে ১১টার দিকে শেরপুর উপজেলার বাংলাদেশ মুজাহিদ কমিটির আয়োজনে উপজেলার গাড়িদহ ইউনিয়নের মহিপুর খেলার মাঠে ওয়াজ মাহফিলে গিয়ে যোগ দেওয়ার ঘোষণা দেন। এসময় ওয়াজ মাহফিলে ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় কমিটির সহ- সভাপতি মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম উপস্থিত ছিলেন।
তাঁদের যোগদানের খবরের সত্যতা নিশ্চিত করে ইসলামী আন্দোলন বাংলাদেশের শেরপুর উপজেলা কমিটির সহ- সভাপতি মো. ইমরান খান বলেন, আনুষ্ঠানিকভাবে ওই দুজন তাঁদের দলে যোগদানের পর অনুষ্ঠানের প্রধান অতিথি তাঁদের হাতে দলীয় প্রতীক হাতপাখা তুলে দেন। এর আগে ওই দুজন তাঁদের দলীয় ঘোষণাপত্রে সই করেছেন।
এ ব্যাপারে জানতে চাইলে শাহ আলম বলেন, ‘আমরা মুসলমান, ইসলামের পথে থাকতে হবে। এ জন্য আমি ইসলামী আন্দোলন বাংলাদেশ দলে যোগদান করলাম।’ বিএনপির চেয়ে ইসলামী আন্দোলনের আদর্শ ভালো বলে তিনি এ সময় দাবি করেন।
এ ঘটনায় শেরপুর পৌর বিএনপি কমটির সাধারণ সম্পাদক ফিরোজ আহমেদ জুয়েল বলেন, শাহ আলমের পরিবার শেরপুরে বিএনপির রাজনীতিতে মূল শক্তি ছিল। তাঁর অন্য দলে এভাবে যোগদান ক্ষণিকের জন্য দলীয় কর্মীদের কাছে কষ্টের হলেও বৃহত্তর রাজনীতিতে এর খুব বেশি প্রভাব পড়বে না।
যোগদানকারী আবদুল আজিজ বলেন, ইসলামের পথে থাকতে হবে। এ জন্য আমি ইসলামী আন্দোলন বাংলাদেশ দলে যোগদান করলাম।
এ ব্যাপারে শেরপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক ফিরোজ আহমেদ বলেন, শাহ আলমের পরিবার শেরপুরে বিএনপির রাজনীতিতে মূল শক্তি ছিল। এখানে বিএনপির রাজনীতি যখন শুরু হয়, তখন থেকেই এই পরিবার বিএনপির দলীয় আদর্শের সঙ্গে সম্পৃক্ত হয়ে স্থানীয় বিএনপির রাজনীতিকে শক্তিশালী করে তুলেছিল। তাঁর অন্য দলে এভাবে যোগদান ক্ষণিকের জন্য দলীয় কর্মীদের কাছে কষ্টের হলেও বৃহত্তর রাজনীতিতে এর খুব বেশি প্রভাব পড়বে না।
শেরপুর উপজেলা বিএনপির সভাপতি শহিদুল ইসলাম বলেন, শাহ আলম ওরফে পান্না সব সময় বিএনপিকে ব্যবহার করে রাজনৈতিক স্বার্থ হাসিল করেছেন। এই দল বদল দলীয় রাজনীতিতে কোনো প্রভাব ফেলবে না, বরং স্থানীয়ভাবে বিএনপি আরও শক্তিশালী হবে।