কুড়িগ্রাম জেলার, রৌমারী উপজেলার চর শৌলমারী ইউনিয়নের সোনাপুর, চর গেন্দার আলগা, ঘুঘুমারী, সুখেরবাতি, খেদাইমারী সহ আরও কয়েকটি গ্রামের স্কুল বসত বাড়ি এখন নদী ভাঙনের চরম ঝুঁকিতে।
প্রতিদিন নদীগর্ভে বিলীন হচ্ছে স্কুল,বসতভিটা, ফসলি জমি, রাস্তাঘাট।
অসংখ্য পরিবার ঘরহারা হয়ে খোলা আকাশের নিচে মানবেতর জীবন যাপন করছে।
ব্লিন প্রায় স্কুলের শিক্ষক এবং ছাত্রছাত্রীরা হতাশায় ভুগছেন উক্ত স্কুলের একজন অভিভাবক জনাব শমসের আলী বলেন বারবার বিভিন্ন মহলে জানানো হলেও কার্যকর ও টেকসই কোনো ব্যবস্থা চোখে পড়ছে না।
আর কত পরিবার সর্বস্ব হারালে কর্তৃপক্ষের দৃষ্টি পড়বে? তিনি আরো বলেন অনতিবিলম্বে টেকসই বাঁধ নির্মাণ,ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসন,জরুরি মানবিক সহায়তা না করতে পারলে স্কুল যেমন বিলীন হয়ে যাবে তেমনি এই এলাকার নদী ভাঙ্গনে মানুষ দিশেহারা হয়ে যাবে তাই তিনি সরকার এবং প্রশাসনের সহায়তা আশা করেন।