ঢাকা, বৃহস্পতিবার, জানুয়ারী ১৫, ২০২৬ খ্রিস্টাব্দ | ২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

চন্দ্রদ্বীপ ইউনিয়ন বিএনপির কার্যালয়ে অগ্নিসংযোগ

প্রানের সংবাদ ডেস্ক

প্রকাশিত: ১৫ জানুয়ারী, ২০২৬, ১১:৩২ এএম

চন্দ্রদ্বীপ ইউনিয়ন বিএনপির কার্যালয়ে অগ্নিসংযোগ

নিন্দা নয়, দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার দাবি নেতাকর্মীদের

পটুয়াখালীর বাউফল উপজেলার চন্দ্রদ্বীপ ইউনিয়ন বিএনপির কার্যালয়ে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এতে কার্যালয়ের আসবাবপত্র ও গুরুত্বপূর্ণ কাগজপত্র পুড়ে যাওয়ার আশঙ্কা করা হচ্ছে। ঘটনাটি এলাকায় চরম উত্তেজনা ও আতঙ্কের সৃষ্টি করেছে।


স্থানীয় বিএনপি নেতাকর্মীরা অভিযোগ করেন, পরিকল্পিতভাবে রাজনৈতিক উদ্দেশ্যে এ হামলা চালানো হয়েছে। তারা বলেন, “নিন্দা জানানোর সময় শেষ, এখন থেকে দোষীদের চিহ্নিত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নিতে হবে।”

ঘটনার খবর পেয়ে স্থানীয় প্রশাসন ও পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে এবং কারা জড়িত—তা খতিয়ে দেখতে তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছে পুলিশ।


এ ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বিএনপি নেতারা অবিলম্বে দোষীদের গ্রেপ্তার ও কার্যালয়ের নিরাপত্তা জোরদারের দাবি জানিয়েছেন।