ঢাকা, বৃহস্পতিবার, জানুয়ারী ১৫, ২০২৬ খ্রিস্টাব্দ | ২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

রাজাপুরে একই রাতে দুই ভূমি অফিসে চুরি

ঝালকাঠি প্রতিনিধি

প্রকাশিত: ১৫ জানুয়ারী, ২০২৬, ০৫:০৬ পিএম

রাজাপুরে একই রাতে দুই ভূমি অফিসে চুরি

ঝালকাঠির রাজাপুর উপজেলা ভূমি অফিস ও মঠবাড়িয়া ইউনিয়ন ভূমি অফিসে চুরির ঘটনা ঘটেছে। চোরের দল দুই অফিসে গুরুত্বপূর্ণ নথিপত্র তছনছ করলেও কিছুনেই নি বুধবার (১৪ জানুয়ারি) দিনগত রাতে এ চুরির ঘটনা ঘটে।

খবর পেয়ে বৃহস্পতিবার (১৫  জানুয়রি) সকালে রাজাপুর  উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রিফাত আরা মৌরি  ও সিনিয়র সহকারী পুলিশ সুপার, রাজাপুর সার্কেল মোঃ শাহ্ আলম  ঘটনাস্থল পরিদর্শন করেছেন।


মঠবাড়িয়া ইউনিয়ন ভূমি অফিসের অফিস সহায়ক আমিনুল ইসলাম  এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টায় ঝাড়ুদার অফিসের ঝাড়ু দিতে এসে তালা ভাঙা দেখে আমাকে জানায় অফিস না ঢুকে। আমি তাৎক্ষণিক অফিসে চলে আসি এবং অফিসের ভিতরে ঢুকে ৬ থেকে ৭ টা তালা সব ভাঙা পাই ও

আলমিরা খোলা, গুরুত্বপূর্ণ নথিপত্র ছড়িয়ে-ছিটিয়ে আছে টেবিলের উপর । তাৎক্ষণিক  ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানাই। চোরের দল আলমারিতে থাকা  সকল কাগজ পত্র বের করে টেবিলের উপর ছড়িয়ে ছিটিয়ে রাখে।কিন্তু কিছুই নেই নি। 


এ দিকে উপজেলা ভূমি অফিসের নৈশপ্রহরী জাকির হোসেন বলেন, আমি রাতে হঠাৎ করে শব্দ শুনতে পাই উপরে এবং আমি সাথে সাথে উপরে গিয়ে দেখি টেবিলের উপর কাগজ পত্র ছড়িয়ে ছিটিয়ে রয়েছে।   চোরের দল ভবনের পেছনের জানালার গ্রীল কেটে প্রবেশ করলেও কিছু নিতে সক্ষম হয়নি। 


এ বিষয়ে রাজাপুর থানা জানান,পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে  তদন্ত করে দেখাহচ্ছে।

এ বিষয় রাজাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা রিফাত আরা মৌরি জানায়,এ বিষয়ে থানায় অভিযোগ দেয়া হয়েছে। অফিসের কোনো ডকুমেন্টস বা অন্য কোনো কিছুই মিসিং পাইনি। সিসি ক্যামেরা ফুটেজ দেখে চোর শনাক্তের চেষ্টা চলছে।