আসন সমঝোতার জোটে ইসলামী আন্দোলন বাংলাদেশকে রেখেই ৩০০ আসনে চূড়ান্ত প্রার্থী ঘোষণা করার আশা প্রকাশ করেছেন বাংলাদেশ খেলাফত মজলিশের আমির মাওলানা মামুনুল হক।
বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে জোটের বৈঠক শেষে বিকেল সাড়ে ৩টায় সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।
তিনি বলেন, দশ দলের উপস্থিতিতে বৈঠক সম্পন্ন হয়েছে। অনেকে দৌড়ঝাঁপ করেছেন। রাতেই সিদ্ধান্ত হয়েছে। ১০টা দল আমরা আজকে বৈঠক করেছি। বৈঠক থেকে ও বৈঠকের আগে পরে ইসলামী আন্দোলনের নেতৃবৃন্দের সঙ্গে কথা হয়েছে। আমরা আশা করছি আজ রাতে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে রাতের সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। সেখানে বিস্তারিত জানানো হবে।
তিনি প্রত্যাশা ব্যক্ত করে বলেন, ইসলামী আন্দোলনের ব্যাপারে আমাদের প্রত্যাশা হলো— ইনশাআল্লাহ, আমরা একসঙ্গে যাত্রা শুরু করেছিলাম এবং একসঙ্গেই সামনের দিকে এগিয়ে যেতে পারব বলে দৃঢ়ভাবে আশাবাদী।
আজকের বৈঠকে ইসলামী আন্দোলনকে ৪৫টি আসন দেওয়ার বিষয়ে কোনো সমঝোতা হয়েছে কি না— এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এই বিষয়গুলো আমরা অফিশিয়ালি এখনও চূড়ান্ত করিনি। যেহেতু আজ রাত ৮টায় আমাদের সংবাদ সম্মেলন (প্রেস কনফারেন্স) রয়েছে, তাই আসন সংক্রান্ত যাবতীয় বিস্তারিত তথ্য সেখানেই তুলে ধরব। আশা করছি, ইসলামী আন্দোলনকে সঙ্গে নিয়েই আমাদের চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করতে পারব।
একই প্রসঙ্গে জামায়াতে ইসলামীর নায়েবে আমির ড. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের বলেন, প্রথম কথা হচ্ছে আমরা কোন ঝামেলার ভেতরে নেই এবং আমাদের ভেতরে যে আলাপ-আলোচনা হচ্ছে, কিছুটা মতভিন্নতা হচ্ছে, এটাকে ঝামেলা বলা যায় না। দ্বিতীয়ত হচ্ছে আমরা কথা বলব রাত ৮টায়।